স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ার ঘটনায় আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেয়ার সুযোগ থাকলেও সে পথে যাননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই বিষয়টি আর এগোয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, মুস্তাফিজুরের সঙ্গে করা চুক্তি বাতিলটি ক্রিকেটীয় কারণের বাইরে হওয়ায় কেকেআরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যথেষ্ট ভিত্তি ছিল। এ বিষয়ে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) কোয়াবকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিল। তবে মুস্তাফিজুর নিজেই আইনি লড়াইয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
মিঠুন বলেন, ডব্লিউসিএ আনুষ্ঠানিক প্রতিবাদ বা তদন্তে যেতে প্রস্তুত ছিল। কিন্তু মুস্তাফিজুর শান্তিপূর্ণ সমাধানই চেয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে ভারতের কিছু উগ্রপন্থী নেতার আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরই মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।