স্পোর্টস ডেস্ক: স্বল্প আসরের খেলা টি-টোয়ান্টি মানেই গেইল-পোলার্ড। ক্রিকেট দানব গেইলকে ছাড়া কেন জানি স্বল্প ওভারের ম্যাচ গুলো অনেকটা পানসে মনে হয়। আর তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শুরু করে ইউরোপেরে বিভিন্ন লিগে ওয়েস্টইন্ডিজের এ খেলোয়াড়ের চাহিদা আকাশ ছোঁয়া।
আসন্ন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ (বিপিএলে) ওয়েস্টইন্ডিজের এ দুই প্লেয়ারকে কাছে পেতে মরিয়া হয়ে পড়েছে প্রিমিয়ার লিগে অংশ নেয়া দল গুলো। তারা যে কোন মূলে চাইছেন এই দুই দানবকে তাদের পক্ষে রেখে ঝড় তোলাতে।
কুমিল্লার ফ্রাঞ্চাইজি কিনে নেওয়া লোটাস কামাল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান লোটাস কামাল প্রপার্টিজের পরিচালক নাফিসা কামাল এরই মাঝে জানিয়েছেন যে গেইল ও পোলার্ডের সাথে তাদের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে।
অন্যদিকে এবারের আসরে সিলেট বিভাগের ফ্রাঞ্চাইজি পাওয়া ও এর আগে বরিশাল বার্নার্সের ফ্রাঞ্চাইজি চালানো আলিফ গ্রুপও জানিয়েছে যে গেইল ও পোলার্ডকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। বিপিএলের প্রথম আসরে ক্রিস গেইলকে বরিশাল বার্নার্সে নিয়ে আসা আলিফ গ্রুপ এবারও আশাবাদী গেইল-পোলার্ডকে পাওয়ার ব্যাপারে।
সত্যিকার অর্থে গেইল-পোলার্ড যে দলের হয়ে খেলুক না কেন তাদের কাছ থেকে দারুণ কিছু শেখার আছে বাংলাদেশি তরুণ খেলোয়াড়দের। আর এটি বলা বাহুল্য যে তাদের কল্যাণে ক্রিকেট মাঠে কৃত্রিম ঝড়ের সুবাস ও বাড়তি আনন্দ পাবে বাংলাদেশি দর্শকরা।
২১ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু