বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ০২:১৯:৫৯

নিউজিল্যান্ডে শৌচাগার সহ রুম সবই পরিষ্কার করতে হবে তামিম-মুশফিকদের

নিউজিল্যান্ডে শৌচাগার সহ রুম সবই পরিষ্কার করতে হবে তামিম-মুশফিকদের

স্পোর্টস ডেস্ক : আজ সকালে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকার সময় বুধবার সকাল পৌনে ৮টায় ক্রাইস্টচার্চে পৌঁছে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি। তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল বিকালে ঢাকা ছাড়েন টাইগাররা।

এদিকে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিম-রিয়াদদের। তবে ৭ দিন পরই মিলবে অনুশীলনের সুযোগ। সিরিজের আগে কুইন্সটাউনে ক্যাম্প করবে সফরকারীরা। ক্রিকেটার কোচিং স্টাফসহ ৩৫ জনের বড় বহরের এই সফর প্রায় দেড় মাসের।

এদিকে করোনা ভাইরাসের কারণে নিউজিল্যান্ড সফরে কঠোর নিয়ম মেনে চলতে হবে বাংলাদেশকে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের প্রথম ৭ দিন থাকতে হবে পুরোপুরি আইসোলেশনে।

এ সময় শৌচাগার সহ রুম সবই পরিষ্কার করতে হবে তামিম-মুশফিকদের। এমন অভিজ্ঞতার সাথে মানিয়ে নেয়াই হবে বড় চ্যালেঞ্জ, বলছেন জালাল ইউনুস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে