সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৮:৫২

অস্ট্রেলিয়া সিরিজে ‘একের ভেতর দুই’ চমক নিয়ে আসছেন মুস্তাফিজুর

অস্ট্রেলিয়া সিরিজে ‘একের ভেতর দুই’ চমক নিয়ে আসছেন মুস্তাফিজুর

স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যে তার সুনাম ছড়িয়ে গেছে বিশ্বব্যাপি। বাংলাদেশের বিস্ময় বালক খ্যাত কাটার মুস্তাফিজ তার স্লোয়ার ও কাটারের দারুণ মিশ্রণে বিপাকে ফেলে ঘায়েল করেছেন বিশ্বের বাঘা বাঘা প্লেয়ারদের। তার প্রতিটি বলেই ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে এ বুঝি তিনি আঘাত হানতে যাচ্ছেন প্রতিপক্ষ শিবিরে।

এমনকি বাংলাদেশ দলের এই উদীয়মান পেসারের কোন কোন কাটার তো স্পিনারদের ডেলিভারির মতই বাঁক নেয়। যে কারণে অস্ট্রলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাকে একের ভেতর দুই বলে মনে করছেন একসময়কার বাংলাদেশ টেস্ট দলের অন্যতম স্পিন ভরসা বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। মুস্তাফিজের এই বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এখানে আমাদের বড় একটি সুবিধা রয়েছে। মুস্তাফিজুর রহমান। উইকেট পেসারদের সহায়ক হলে এই ছেলেটি তা কাজে লাগাতে পারবে। আবার ওর স্লোয়ার কিংবা কাটার কাজ করবে স্পিনারদের মতো।’

তবে মুস্তাফিজ থাকার পরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে স্পিনারদেরই পালন করতে হবে মূল ভূমিকা, এমনটিই মনে করেন এনামুল, ‘অবশ্যই বোলিংয়ে আমাদের গুরুত্ব দিতে হবে স্পিনে। আর এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে সাকিবকে। গত কিছু টেস্টে ওকে ঠিক সেরা ফর্মে আমরা পাইনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে অবশ্যই পুরনো সাকিবকে লাগবে।’

২১ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে