রবিবার, ২১ মার্চ, ২০২১, ১২:০২:০১

গড়ের বিচারে ৩ নং এ সবচেয়ে সফল সৌম্য, রানের বিচারে ওপেনিংয়ে

গড়ের বিচারে ৩ নং এ সবচেয়ে সফল সৌম্য, রানের বিচারে ওপেনিংয়ে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারে ফিরেও সুবিধা করতে পারলেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। মাত্র তৃতীয় বলেই কাভারে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। রানের খাতা খোলার তো সুযোগই পাননি। বল হাতে এক ওভার বোলিংও করেছিলেন তিনি। ৫ রান খরচ করলেও কোনো উইকেট পাননি।

ক্যারিয়ারের শুরুতে খুব একটা দেখা না গেলেও এখন প্রায়শই সৌম্যকে বল হাতে অতিরিক্ত বোলারের ভূমিকা পালন করতে দেখা যায়। ব্যাট হাতে ব্যর্থ হলে চেষ্টা করেন বল হাতে; টপ অর্ডারে ব্যর্থ হলে মিডল কিংবা লোয়ার অর্ডার, আবার সেখানে ব্যর্থ হলে ফেরানো হয় টপ অর্ডারে। বারবার ভূমিকা পরিবর্তনেও ফর্মে ফিরতে পারছেন এই ক্রিকেটার।

গত ১০ ইনিংসে ওয়ানডেতে তার সংগ্রহ ১৭০ রান। অর্থাৎ গড় কেবল ১৭! অর্ধশতক হাঁকিয়েছেন একটি ইনিংসেই, সর্বোচ্চ ৬৯ রান। গড়ের বিচারে ৩ নং এ সবচেয়ে সফল সৌম্য, রানের বিচারে ওপেনিংয়ে। কিন্তু অফ ফর্মে থাকলেই ব্যাটিং পজিশন বদলে চেষ্টা করানো হয় ভিন্ন জায়গায়। সব ক্রিকেটারই হয়তো বলবেন দলের প্রয়োজনে যেকোনো স্থানে খেলতে তিনি প্রস্তুত, কিন্তু মানসিক ও অভ্যাসের একটা ব্যাপার আছেই। তবে কী টিম ম্যানেজমেন্টের ইচ্ছার বলি হয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন সৌম্য!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে