রবিবার, ২১ মার্চ, ২০২১, ০৮:৩৫:৫৬

আকরাম খানরা বোর্ডে কী করেন, প্রশ্ন ক্ষুব্ধ সাকিবের

আকরাম খানরা বোর্ডে কী করেন, প্রশ্ন ক্ষুব্ধ সাকিবের

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে এক ফেসবুক লাইভে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন সাকিব। সাকিব বলেছেন, আকরাম ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান) আমার কথাকে ভুলভাবে উপস্থাপন করছেন। 

তিনি বারবার বলছেন, আমি টেস্ট খেলতে চাই না। তাই আমার ধারণা উনি বিসিবিতে দেয়া চিঠিটি পড়েননি। আকরাম খানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাকিব আরও বলেছেন, আমাদের এইচপি শেষ চার-পাঁচ বছরে কয়টা খেলোয়াড় তৈরি করেছে, আমি জানি না। অনেকেই আছেন, তারা এক সময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা আসলে (বোর্ডে) কী নিয়ে কাজ করছেন, আমি জানি না।

সাকিবের এমন বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত নিতেই রোববার সন্ধ্যায় বনানীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছেন আকরাম খানরা। আগামী মাসে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজ খেলার পরিবর্তে সাকিব আইপিএলে খেলার জন্য অনুমতি নেওয়ার পর আকরাম খান বলেছিলেন, সাকিব আইপিএলে খেলতে চায়। এজন্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সে সম্প্রতি আমাদের একটি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে