রবিবার, ২১ মার্চ, ২০২১, ১১:১০:৫৬

সাকিবের ফেসবুক লাইভটি পুরোটা দেখার পর সিদ্ধান্ত: আকরাম খান

সাকিবের ফেসবুক লাইভটি পুরোটা দেখার পর সিদ্ধান্ত: আকরাম খান

স্পোর্টস ডেস্ক:  আকরাম খানকে এ প্রশ্ন করা হয়েছে মূলত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকারের প্রেক্ষিতে। যেখানে সাকিব প্রশ্ন তুলেছেন বোর্ডের সার্বিক কর্মকাণ্ড নিয়ে। শুধুমাত্র সভাপতি নাজমুল হাসান পাপন ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ছাড়া বোর্ডের আর কেউ ক্রিকেটে নিয়ে ভাবে না বলে মন্তব্য করেছেন সাকিব।

শুধু তাই নয়, সেই সাক্ষাৎকারে সরাসরি ক্রিকেট অপারেশনস কমিটি ও হাই পারফরম্যানস ইউনিটের কর্মকাণ্ড নিয়েও অভিযোগের তীর ছুড়েছেন সাকিব। স্বাভাবিকভাবেই সবার অপেক্ষা ছিল, সাকিবের এমন বক্তব্যের পর বিসিবির অবস্থান কী হবে? তারা কি এর প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেবেন? নিলে সেটি কেমন হতে পারে?

এসব বিষয়ে যখন চলছিল আলোচনা, তখন বিসিবি বস নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন বিসিবির কর্তারা। বাসার ঐ বৈঠকে নাজমুল হাসান পাপনের সঙ্গে বোর্ড পরিচালক মাহবুব আনাম, ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন এবং অভিযুক্ত আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন।

তবে সেখানে সাকিব ইস্যুর চেয়ে জাতীয় দল নিয়েই বেশি আলোচনা হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান ও হাই পারফরম্যানস ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয়। দুজনই বলেছেন, সাকিবের ফেসবুক লাইভটি পুরোটা দেখেননি তারা। দেখার পর নেয়া হবে বিস্তারিত সিদ্ধান্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে