সোমবার, ২২ মার্চ, ২০২১, ০৪:৩৫:৩৫

সাকিবের আইপিএল যাত্রা বাতিল!

সাকিবের আইপিএল যাত্রা বাতিল!

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে ছুটির আবেদন করেছিলেন সাকিব। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আইপিএলে খেলতে চেয়ে আবেদন করেছিলেন সাকিব। ওই সময় আকরাম খান বলেছিলেন, টেস্ট খেলতে চান না বলেই সাকিবকে শ্রীলঙ্কা সফরের ছুটি দেওয়া হয়েছে। 

তবে গতকাল শনিবার এক লাইভে টেস্ট খেলা চালিয়ে যেতে চান এমন আগ্রহ প্রকাশ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তার অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করা হবে। রবিবার (২১ মার্চ) সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নিজ বাসভবনে বোর্ড পরিচালকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। 

এ বৈঠকের পর বোর্ড পরিচালক আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, সাকিব চিঠি দিয়েছে আমি নাকি চিঠি পড়িনি, অনেকেই আপনারা ফোন করেছেন। আমি হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে ওর কথায় বোঝা গেছে। কাল-পরশু বোর্ডের সবাই মিলে আলাপ আলোচনা করবো, ওর অনাপত্তিপত্র নিয়ে আমরা চিন্তা করবো। যদি টেস্ট খেলতে আগ্রহী হয় তাহলে ও যাবে শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলতে। আর বাকি যেটা আছে আমরা দেখে সিদ্ধান্ত নেবো কী করা যায়।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়া প্রসঙ্গে আকরাম খান আগে বলেছিলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সাকিব আমাদের সম্প্রতি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ, যার খেলার (জাতীয় দলের হয়ে টেস্ট) কোনও আগ্রহ নেই, তাকে জোর করার কোনও মানে নেই।' অবশ্য তখন জাতীয় দল বাদ দিয়ে আইপিএল বেছে নেওয়ার পর থেকে অনেক সমালোচনা হচ্ছিল সাকিবকে নিয়ে। 

তখন এ কথাই শোনা যাচ্ছিল যে, দীর্ঘ সংস্করণে খেলতে তিনি আগ্রহী নন! কিন্তু গতকাল লাইভে সেসব তথ্য উড়িয়ে দিয়েছেন সাকিব, 'এ বিষয়টা বারবারই আসছে। আসলে আমি বিসিবিকে যে চিঠি দিয়েছি, সেটা কেউ পড়েইনি। ওই চিঠিতে আমি কোথাও বলিনি যে টেস্ট খেলতে চাই না। আমি সেখানে এটা পরিষ্কার করে দিয়েছি, আমার আইপিএল খেলার কারণ আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।'

এরপরই তিনি দাবি করেন যে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিভ্রান্ত করেছেন সবাইকে, ''কিন্তু আকরাম ভাই সবাইকে বলে যাচ্ছে যে আমি টেস্ট খেলতে চাই না। আমার মনে হয় তিনি আমার চিঠি পড়েননি। তারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার চিঠিটা তারা পড়েননি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে