শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১১:১৫:১০

এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এক বছরেরও বেশি সময় ধরে খেলা নেই বিশ্বকাপজয়ী যুবাদের। বিশ্বকাপ ধরে রাখার মিশনে বিসিবি যে পরিকল্পনা করেছিল সেটিতে জল ঢেলে দিয়েছে করোনা। তবে সেই ধাক্কা কাটিয়ে ঠাসা সূচিতে ফিরছে টাইগার যুবারা।

চলতি মাসে আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফেরার কথা ছিল যুবাদের। করোনায় সেটি বাতিল হয়েছে। তবে ঘরের মাঠে খেলবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভারত যাওয়ার কথা ছিল এ মাসেই। কিন্তু করোনার কারণে সেই সফর স্থগিত করা হয়।

আর সেই সিরিজ বাতিল হওয়াতেই টাইগাররা এখন প্রস্তুত হচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। পাকিস্তানের বিপক্ষে সিরিজটির কথা নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার।

গণমাধ্যমকে তিনি জানান, “আফগানিস্তান সিরিজ এখন হচ্ছে না। কারণ পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। তারা ১২ এপ্রিল ঢাকা পৌঁছাবে। এ সময়ে ভারতের নয়ডায় গিয়ে সিরিজ খেলার মতো পর্যাপ্ত সময় নেই। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ভালো একটি সময় বের করবো। দ্রুতই সিরিজটি আয়োজন করা যাবে। পাকিস্তান সিরিজ ও ঈদ-উল-ফিতরের পর লম্বা বিরতি আছে। চাইলে সেই সময়ও খেলা যাবে।”

এদিকে সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। সে সিরিজে বাংলাদেশের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে