শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১২:২৪:১৭

৬ বাউন্ডারি আর ৪টি ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদের ৭৩ বলে ৭৬ রান

৬ বাউন্ডারি আর ৪টি ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদের ৭৩ বলে ৭৬ রান

 স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল তামিম ইকবালদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। দুই ম্যাচ হারায় আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

আর হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ।  ৪২.৪ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।  অর্থাৎ ১৬৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১৮ রান তুলে নিউজিল্যান্ড। এতে জয় তুলে নেওয়ার লক্ষ্যটা বাংলাদেশের জন্য বেশ কঠিনই বটে। তবুও দ্বিতীয় ম্যাচের মতো একটি লড়াইয়ের আশা করেছিল বাংলাদেশের সমর্থকরা। কিন্ত তার কিছুই হয়নি। একমাত্র অভিজ্ঞ  মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংসটি ছাড়া। 

৩১৯ রানের লক্ষ্য তাড়ায় একাই লড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৩ বলে ৭৬ রান সংগ্রহ করেছেন। ৬টি বাউন্ডারির আর ৪টি ছক্কার মেরেছেন। বলতে গেল ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাঘের গর্জন একাই দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেখার বিষয় ছিল অপরপ্রান্তের টেলএন্ডার তাকে কত সময় সঙ্গ দিতে পারেন।

সেই ক্ষেত্রে মাহমুউল্লাহকে ভালোই সঙ্গ দিয়েছেন পেসার রুবেল।  নিশামের বলে আউট হওয়ার আগে ২৮ বল মোকাবিলা করে ৪ রান করেছেন রুবেল।  তার আগে তাসকিনও সঙ্গ দিয়ে গেছেন।  ২৪ বল মোকাবিলা করে ৯ রান করেন এ পেসার।
 
রুবেলের আউটের পর শেষ উইকেট মোস্তাফিজুর সঙ্গ দিতে পারেননি মাহমুদউল্লাহকে। ৩ বল মোকাবিলা করে রানের খাতা না খুলেই এলবিডব্লিউ হন নিশামের বলে। যে কারণে আউট না হয়েও থেমে যেতে হয় মাহমুদউল্লাহকে। অপরপ্রান্তে ৭৬ রানে অপরাজিত থাকেন এই টাইগার।

সবমিলিয়ে পুরো ইনিংসজুড়ে মাহমুদউল্লাহর ৭৬ রানের অনবদ্য ইনিংসটি ছাড়া আর কিছুই বলার নেই বাংলাদেশের। হোয়াইটওয়াশের লজ্জা না এড়াতে পারলেও বাংলাদেশি সমর্থকদের থেকে হাততালি পেতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে