শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৪৪:০৩

ক্রিকেটে দ্রুততম ১৩টি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

ক্রিকেটে দ্রুততম ১৩টি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩টি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এই কীর্তি গড়তে ৭৬টি ইনিংস খেলেন বাবর।

শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান।

বিদেশের মাটিতে জয়ের সেঞ্চুরি করে এই রেকর্ডটি গড়েন বাবর। যেখানে তিনি প্রোটিয়া সাবেক অধিনায়ক হাশিম আমলার রেকর্ডটি ভেঙেছেন। আমলা ৮৩ ইনিংসে আগের রেকর্ডটি গড়েছিলেন। তবে মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং সমান ৭৬ ইনিংসে ১৩টি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি ৮৬ ইনিংসে, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ৮৬ ও অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ৯১ ইনিংসে ১৩টি ওয়ানডে শতক হাঁকিয়েছিলেন।

এদিকে, একই ম্যাচে দক্ষিণ আফ্রিকান রাসি ভ্যান ডার ডুসেনও সেঞ্চুরি করেছেন। তবে এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরি। কিন্তু তাতেই একটি রেকর্ডের মালিক হলেন তিনি। সবচেয়ে বয়স্ক প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে ৩২ বছর ৫৪ দিনে এই অভিষেক সেঞ্চুরি করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে