যে কারণে পাকিস্তান সুপার লিগে খেলতে পারবেন না মুস্তাফিজ!
স্পোর্টস ডেস্ক : খেলেছেন স্বপ্নের বিপিএল। আলো ঝলমলে ম্যাচ খেলে আগ্রহ বাড়িয়েছেন আরও। প্রথম বারের মত বিদেশের কোনো টি-টোয়েন্টি লিগে খেলতে ডাক পান মুস্তাফিজুর রহমান।
সাকিব আল হাসান, তামিম ইকবাল যখন পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিমানের টিকিট কাটবেন তখন দুঃখ প্রকাশ করবেন মুস্তাফিজুর রহমান!
বিষয়টি এমনও হতে পারে। পাকিস্তান সুপার সুপার লিগে খেলার স্বপ্ন পূরণ নাও হতে পারে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডই দেশে রাখতে পারে তাকে।
এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজকে স্পেশাল ক্রিকেটার হিসাবে রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়ার পথে হাঁটছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, আমরা মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। পাকিস্তান সুপার লিগে খেলার জন্য মুস্তাফিজকে নাও পাঠানো হতে পারে।
নিজাম উদ্দিন চৌধুরী জানান, দেশের বিষয় মাথায় রেখে মুস্তাফিজকে বিদেশের লিগে খেলার জন্য পাঠানো না হলে তাকে ঠিকই ক্ষতিপূরণ দেয়া হবে।
পিএসএল খেলে মুস্তাফিজ যে পরিমান অর্থ পাবে সেটা বিসিবি দিবে বলে জানান তিনি। নিজাম উদ্দিন জানান, মুস্তাফিজের বিষয়টি নিয়ে এখন গভীরভাবে ভাবছে বিসিবি।
৭ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর