টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন ১০ গ্রেট ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক : নামেই নয় বর্তমান ক্রিকেটের প্রাণ এই ১০ গ্রেট ক্রিকেটার। সামনে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। রঙিণ স্বপ্ন নিয়েই ক্রিকেটে পা রাখেন এই গ্রেট গ্রেট ক্রিকেটার।
ক্রিকেট থেকে অনেক কিছু পেয়েছেন তারা। এবার ভক্তদের অশ্রু বন্যায় ভাসিয়ে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন তারা। জীবনের শেষ টুর্ণামেন্টকে রঙিণ করে বিদায় নিতে চান সবাই।
জেনে নিন এই তালিকায় কারা রয়েছেন- ১. পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদির অবসর নেয়ার কথা রয়েছে। ২. নিউজিল্যান্ডের অধিনায়ক ও মারকুটে ব্যাটসম্যান ব্রান্ডন ম্যাককালাম অবসরের ঘোষণা দিয়েছেন।
৩. শ্রীলঙ্কার ক্রিকেটার রঙ্গনা হেরাথ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নিবেন বলে ঘোষণা দিয়েছেন। ৪. নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান রস টেইলরও হাঁটছেন অবসর নেয়ার পথে।
৫. দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ইমরান তাহির ৬. ভারতের বোলার হরভজন সিং ৮. শ্রীলঙ্কার ল্যাথিস মালিঙ্গা ৯. ওয়েস্ট ইন্ডিজের সুলাইমান বেন ও সর্বশেষ তালিকায় রয়েছেন ভারতের মাহেন্দ্র সিং ধোনি। তথ্যসূত্রঃ স্পোর্টস নিউজ
৭ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর