শুভেচ্ছা জানিয়ে নয়া টাইগার সোহানকে যে উপহার দিলেন সাকিব
স্পোর্টস ডেস্ক: বছর শেষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়াল বিপিএল থেকে উঠে আসা কাজী নুরুল হাসান সোহান। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ায় বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের শুভেচ্ছা পেয়েছেন নয়া এই টাইগার। বিপিএলের নজর কাড়া এই ক্রিকেটার সাকিবের কাছ থেকে শুধু শুভেচ্ছাই পায়নি; দুই-এক দিনের মধ্যে সাকিবের কাছ থেকে তিনটি জাদেুর ব্যাটটিও পেতে যাচ্ছে সোহান।
যুক্তরাস্ট্রে সদ্য জন্ম নেয়া কন্যা সন্তানকে দেখে বুধবার রাতে ঢাকায় ফেরার পর আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ড্রেসিংরুমে ঢোকার সময় সোহানের সঙ্গে দেখা হয় সাকিবের। এ সময় সোহানকে শুভেচ্ছা জানান তিনি। জিজ্ঞেস করে সাকিব বলেন, অভিনন্দন সোহান। তোমার জন্য তিনটি ব্যাটের অর্ডার দিয়েছি। কয়েকদিনের মধ্যেই চলে আসবে। এবারের চমক লাগিয়ে জাতীয় দলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের মধ্যে দিয়ে অভিষেক হতে যাচ্ছে কাজী নুরুল হাসান সোহান ও আবু হায়দার রনির।
টাইগারদের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ জানুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জানুয়ারি ১৪ তারিখে শুরু হবে প্রথম ম্যাচটি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ তারিখে। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনা স্টেডিয়ামে।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস