চ্যালেঞ্জ নিয়ে খেলতে চান টাইগার দলের নতুন মুখ সোহান
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাধ্যমে তারা প্রথমবারের মতো জাতীয় দলে এলেন। একটু আগে আবু হায়দার রনিও স্বপ্নের কথাটা বললেন। পরে এসে আরেক নবাগত নুরুল হাসান সোহানও জানালেন, 'বিশ্বকাপে খেলার স্বপ্ন সবারই থাকে।' তবে রনির মতোই সোহানও আপাতত মনোযোগ দিচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষেই। বললেন, 'সামনে জিম্বাবুয়ে সিরিজ। সেটা নিয়েই চিন্তা করছি।' ক্যারিয়ারের শুরু থেকেই টপ-মিডল অর্ডারে খেলা সোহানকে নেওয়া হয়েছে সাত নাম্বারে নেমে দ্রুত রান তোলার জন্য। ব্যাপারটি কি তার জন্য চ্যালেঞ্জিং? সোহানের উত্তর, 'টি- টেয়েন্টি শুধু নয়, যে কোনো খেলাতেই চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমার ভালো লাগে। সদ্যশেষ হওয়া বিপিএলে চমক লাগিয়ে জাতীয় দলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের মধ্যে দিয়ে অভিষেক হতে যাচ্ছেন কাজী নুরুল হাসান সোহানের। জিম্বাবুয়ে বিপেক্ষ ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচের স্কোয়ার্ডে জায়গা হয়ে তার। আগামী জানুয়ারি ১৪ তারিখে শুরু হবে প্রথম ম্যাচটি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ তারিখে।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস