বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ০৯:২২:৫৯

আরসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করলেন রশিদ খান

আরসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক: আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। এমন পরিস্থিতিতে ফুরফুরে মেজাজে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে নেমেছে কোহলি এন্ড কোং। অন্যদিকে জয়ের খাতা খোলার প্রত্যয়ে ওয়ার্নার।

ইতোমধ্যে টসে জিতেছেন ওয়ার্নার। তিনি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।  রাতের দিকে শিশির বেশি পড়ার বিষয়টি মাথায় রেখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদের অধিনায়ক।

ওয়ার্নারের সিদ্ধান্তটা যে সঠিক তা প্রমাণে মরিয়া হায়দরাবাদের বোলাররা। ভুবনেশ্বর, নটোরাজন,রশিদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় ইনিংস খেলতে পারছেন না আরসিবির ব্যাটসম্যান।

আজ ওপেনিংয়ে নামতে দেখা গেছে অধিনায়ক কোহলিকে। ২৯ বলে ৩৩ রানের কেমিও ইনিংস খেলে জেসন হোল্ডারের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর দেবদূত পাডিক্কেলকে ১১ রানে ও শাহবাজ আহমেদকে ১৪ রানে ফেরান যথাক্রমে পেসার ভুবনেশ্বর কুমার ও শাহবাজ নাদিম।

আরসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেছেন স্পিনার রশিদ খান। মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে মাত্র ১ রানের বেশি করতে দেননি রশিদ। ৫ বলে ১ রান করেই রশিদের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দেন ভিলিয়ার্স।  রশিদের পরের শিকার স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ১১ বলে ৮ করে রশিদ খানের ঘূর্ণি পরাস্ত হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এমন পরিস্থিতিতে হাল ধরেছেন অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দেখেশুনে খেলে ২৭ বলে ৩২ রান জমা করেছেন ইতোমধ্যে। এ প্রতিবেদন লেখার সময় ১৬ ওভার শেষে আরসিবির সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৬ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে