বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৯:৩০

আজ মাঠে নামার শুরুতেই সুখবর মুস্তাজিজদের, প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস

আজ মাঠে নামার শুরুতেই সুখবর মুস্তাজিজদের, প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে প্রথম আসরের শিরোপাজয়ীদের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। একাদশে আছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আসরে দিল্লীরও এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে রিশভ পান্টের নেতৃত্বাধীন দল। অন্যদিকে সাঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচে অল্পের জন্য হেরে যায় পাঞ্জাব কিংসের কাছে।

রাজস্থান রয়্যালসকে এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতেই হত। চোটের কারণে গোটা আইপিএল থেকে ছিটকে পড়েছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস, যিনি ছিলেন আগের ম্যাচের একাদশে। এই ম্যাচে তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন ডেভিড মিলার।

বিদেশি কোটায় আগের ম্যাচে খেলা জস বাটলার, ক্রিস মরিস ও মুস্তাফিজুর রহমান এই ম্যাচেও একাদশে রয়েছেন। বোলিং ফিগার উইকেটশূন্য ও খরুচে হলেও প্রথম ম্যাচে মুস্তাফিজ ততটা খারাপও করেননি। ৪ ওভার বল করে ৪৫ রানের খরচায় ছিলেন উইকেটশূন্য। কিন্তু ভুল আম্পায়ারিং, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ না নেওয়া এবং বাটলারের ক্যাচ হাতছাড়ার কারণে মুস্তাফিজ একাধিক উইকেটের সুযোগ সৃষ্টি করেও উইকেটের দেখা পাননি। তার তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের মোমেন্টামও নিজেদের দিকে রাখতে পারত দল।

একনজরে দুই দলের একাদশ 

দিল্লী ক্যাপিটালস : পৃথ্বী শাও, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, ললিত যাদব, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, টম কারান, আভেশ খান।

রাজস্থান রয়্যালস : জস বাটলার, মানন ভোহরা, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার, শিভম ডুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেভাটিয়া, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে