বাহিনী নিয়ে কাল খুলনায় যাচ্ছেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ জানুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তাই আগামীকাল খুলনায় যাচ্ছে সাকিব-মাশরাফিরা। বিসিবির সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় খুলনার উদ্দেশে রওনা করবে মাশরাফি বাহিনী। সেখানে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারদের নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলাবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রস্তুতি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৯ ও ১০ জানুয়ারি। এরপর চূড়ান্ত স্কোয়ারডে থাকা ১৪ ক্রিকেটারকে রেখে আর বাকি খেলোয়াড়দের বিসিএলে খেলার জন্য ছেড়ে দেয়া হবে। সফরকারীদের বিপক্ষে আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই ঢাকায় ফিরে আসবে না জাতীয় দলের ক্রিকেটাররা। ৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস