শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৮:১৪:৫৯

শ্রীলঙ্কায় ছোটবেলার 'সোহেল স্যার'কে পেয়ে যা বললেন মিরাজ

শ্রীলঙ্কায় ছোটবেলার 'সোহেল স্যার'কে পেয়ে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: দুই টেস্টের সিরিজ খেলতে টিম টাইগার এখন শ্রীলঙ্কায়। নিউজিল্যান্ডে আগের সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন ড্যানিয়েল ভেটোরি। তবে শ্রীলঙ্কায় স্পিন পরামর্শক হিসেবে গিয়েছেন সোহেল ইসলাম। যিনি আবার তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ছোটবেলার কোচ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের গুরুদায়িত্ব মিরাজের কাঁধে। এমন সময়ে ছোটবেলার কোচকে পাশে পেয়ে তিনি ভীষণ খুশি।

আজ বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেন, 'আমরা অনেক দিন হলো কাজ করছি সোহেল স্যারের সঙ্গে। আমি তো ছোটবেলা থেকেই কাজ করছি। তাইজুল ভাইও অনেক আগে থেকে কাজ করছেন। আমাদের একটা সুবিধা আছে যে উনি আমাদের খুব ভালো চেনেন এবং কোন জায়গায় উন্নতি করতে হবে, উনি ভালোমতো বলতে পারেন। এখানে আমরা দুই-তিন দিন অনুশীলন করেছি, আমাকে নিয়ে তিনি কাজ করেছেন, তাইজুল ভাইকে নিয়েও। যখন দেশে থাকি, তখন স্যারের সঙ্গে কাজ করা হয়। দেশের বাইরে খুব বেশি পাই না তাকে। এই একটা সুযোগ পেয়েছি, আলোচনা করব কিভাবে কী করলে ভালো হয়।'

শ্রীলঙ্কার মাটিতে বরাবরের মতো বাংলাদেশের বোলিং অস্ত্র স্পিন। সিরিজ উপলক্ষে দলের স্পিনারদের প্রস্তুতি নিয়ে মিরাজ বলেন, 'শ্রীলঙ্কায় স্পিনারদের ক্ষেত্রে লাইন-লেংথ গুরুত্বপূর্ণ। কারণ উইকেট এখানে খুব ভালো থাকে। আমি মনে করি, প্রথম দু-এক দিন কাজ নাও করতে পারে। তবে তিন-চার দিন যাওয়ার পর উইকেটে সহায়তা থাকে। ওই সুবিধা আমরা নিতে পারি। সর্বশেষ যে টেস্টগুলো আমরা খেলেছি, আমাদের ওই রকম সুবিধা ছিল না। আমরা যেটা চেষ্টা করেছি, আমি-তাইজুল ভাই, রান যেন কম দিই ও ভালো জায়গায় বল করি। তাতে অনেক সময় সুযোগ এসে গেছে। এবারও সেই চেষ্টাই করব।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে