শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:০৪:৫৮

আফগানিস্তানের হুমকিতে কঠিন চ্যালেঞ্জে জিম্বাবুয়ে

আফগানিস্তানের হুমকিতে কঠিন চ্যালেঞ্জে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে কঠোর হুমকি দিয়েছে আফগানিস্তান। দুই দেশের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখেই এই হুমকি দেয় আফগানিস্তান। শেষ হয়েছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই লড়াইয়ের শিরোপা আফগানদের ঘরে। দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এর আগের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে আফগানিস্তান। এবারও এই হুমকি দিয়েছে আফগানিস্তান। শুক্রবার রাতে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। মোহাম্মদ নবীর দল টি-টোয়েন্টিতে ছাড় দেবে না জিম্বাবুয়েকে। ওয়ানডে সিরিজে দুটি ওয়ানডে ম্যাচে জয় পায় জিম্বাবুয়ে। শেষ ম্যাচটি জয়ের মাধ্যমে সিরিজ জেতে আফগানিস্তান। আফগানরা টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারাবাহিকতায় থাকতে চায়। প্রসঙ্গত, ১০ জানুয়ারি শেষ হবে দুই দেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আরব আমিরাত থেকেই সোজা বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ১১ জানুয়ারি খুলনায় যাওয়ার কথা ওয়েলারদের। বাংলাদের সাথে ৪ টি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। প্রতিটি ম্যাচ হবে খুলনায়। ১৫ জানুয়ারি শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে