আমলার পদত্যাগ নিয়ে গুঞ্জন, যা লিখল ভারতীয় মিডিয়া
স্পোর্টস ডেস্ক : হঠাত্ পদত্যাগ। পদত্যাগের পরেই দেশে -বিদেশে শুরু হয় গুঞ্জন। এক বাক্যে জবাব দেন হাশিম আমলা। কিন্তু আমলার জবাবে মন ভরেনি ভক্তদের।
হাশিম আমলার পদত্যাগের বিষয়টি ছুঁয়ে যায় বিশ্ব মিডিয়াকে। টপ নিউজে পরিণত হয় ডাবল সেঞ্চুরি করেই কেনই বা অধিনায়কের পদ থেকে বিদায় নিলেন তিনি।
ঘটনার প্রায় তিন দিন পার হতে যাচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় আমলা পদত্যাগের বিষয়ে যে তথ্য দিয়েছেন সেটাই সঠিক। অন্য কোনো প্রসঙ্গ নেই এখানে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হাশিম আমলার পদত্যাগ নিয়ে যখন গুঞ্জন তখন ভারতের জি নিউজ যে প্রতিবেদন প্রকাশ করে সেটা তুলে ধরা হল।
পত্রিকাটির ভাষ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন হাশিম আমলা। নিউল্যান্ড টেস্টের শেষ দিনটা যেমন ছিল নাটকীয়, খেলার শেষে আমলার পদত্যাগটা হল ততটা নাটকীয়।
আমলার জায়গায় অধিনায়ক হিসেবে আনা হল এবি ডেভিলিয়ার্সকে। যিনি এখন দলের ওয়ানডে অধিনায়ক। আমলা জানিয়েছেন, অধিনায়ক হিসেবে কাজ করার চেয়ে তিনি এখন ব্যাটসম্যান হিসেবে আরোও মনোযোগ করতে চান।
ডারবান টেস্টে ইংল্যান্ডের কাছে ২৪১ রানে হারের পর দেশে সমালোচনার মুখে পড়তে হয় আমলাকে। ব্যাটেও সেভাবে রান পাচ্ছিলেন না তিনি। কেপটাউন টেস্টে দুরন্ত দ্বিশতরান করে সমালোচনার জবাব দেন। এদিন কেপটাউন টেস্টে একটা সময় বেশ বেকাদায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষমেশ অবশ্য ম্যাচ ড্র হয়ে যায়।
৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�