শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১০:৪৯:৫৫

স্কেটিংয়ে বিরল ‘বিশ্ব রেকর্ড’ ভারতীয় ছোট্ট বালকের

স্কেটিংয়ে বিরল ‘বিশ্ব রেকর্ড’ ভারতীয় ছোট্ট বালকের

স্পোর্টস ডেস্ক: বিস্ময় বালকই বটে। নইলে লিম্বো স্কেটিংয়ে ১৪৪.৭ মিটার অতিক্রম করা যায় মাত্র ৫৬.০১ সেকেন্ডে! তাও প্রতিটি বার মাত্র ১.০ মিটার দূরে। মাটি থেকে মাত্র ৩৫ সেমি উপরে। হ্যাঁ, এই অসাধ্য সাধন করে বিশ্ব রেকর্ড করল মণিপুরের ৭ বছরের বালক তিলাক কেইস্যাম। বিশ্বল রেকর্ডের অধিকারী তিলাক এখন ভারতের গর্ব। গত ২০ ডিসেম্বর দিল্লির সিরি ফোর্ট স্টেডিয়ামে রেকর্ড গড়ে দিল্লির একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তিলাক। লিমকা বুক অফ রেকর্ডস-এ আগেই নাম উঠে গিয়েছিল। ২০১৫-র ২৫মে সে ৫০ মিটার লিম্বো স্কেটিং করেছিল মাত্র ৩১.৮৭ সেকেন্ডে। গ্রাউন্ড লেভেল থেকে বারের উচ্চতা ছিল মাত্র ২৮ সেমি। ল্যাকমে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেই সন্তুষ্ট ছিল না তিলাক। ২০১৩ সাল থেকে লিম্বো স্কেটিং করছে তিলাক। এই বয়সেই ৪২টি মেডেল তিলাকের ঝুলিতে। বাকি ছিল গিনেস বুকে প্রবেশ করা। এবার তিলাকের সেই স্বপ্নও পূরণ হয়ে গেল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে