প্লেনে চড়ে সৌম্যের বাড়িতে মাশরাফি
স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১৫ তারিখে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাই আজ সকালে খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন টাইগাররা।
টাইগারদের আগেই ঢাকা ছাড়লেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সৌম্য সরকার। তবে সেটা খুলনা নয়, তারা যাচ্ছেন সাতক্ষীরায় সৌম্যের বাড়িতে।
প্রথমবারের মতো সি-প্লেনে চড়ে ক্যাপ্টেনকে নিয়ে নিজের বাড়িতে যাচ্ছেন সৌম্য। তাই উচ্ছ্বাসটাও আকাশ ছোঁয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়েই জানা গেলো সব।
লিখেছেন, ‘সাতক্ষীরা যাচ্ছি। প্রথমবারের মতো সি-প্লেনে চড়ে।’ সঙ্গে মাশরাফিকে নিয়ে নিজের সেলফি। সেই সেলফিতে দেখা গেলো বাংলাদেশ নারী দলের সাবেক ও বর্তমান অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলমকেও।
প্রসঙ্গত, খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ ডিসেম্বর।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর
�