শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ১২:৪৫:৩২

আজ শচীন টেন্ডুলকারের জন্মদিন

আজ শচীন টেন্ডুলকারের জন্মদিন

স্পোর্টস ডেস্ক: আজ কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৮তম জন্মদিন।  ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ের এক নার্সিং হোমে জন্মেছিলেন ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি। পুরো নাম শচীন রমেশ টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি।

স্কুল জীবন থেকে ব্যাট হাতে সকলের নজর কেড়েছিলেন তিনি। ১৯৮৯ সালের নভেম্বরে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। এরপরের গল্পটা তো সবারই জানা। সময়ের পরিক্রমায় ক্রিকেট অভিধানের প্রায় সব রেকর্ডই তার নামের পাশে যোগ করে লিটল মাস্টার উপাধিতে ভূষিত হন। 

ক্রিকেট বিশ্বে শচীনই একমাত্র ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। এ ছাড়া ওয়ানডেতে প্রথম ব্যক্তিগত ২০০ রানের ইনিংসটিও তার দখলে।
১৯৮৯ সালে অভিষেক হওয়ার পর থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত ২০০ টেস্টে  ৫৩.৭৮ গড়ে টেন্ডুলকার রান করেছেন ১৫ হাজার ৯২১। যেখানে ৫১টি সেঞ্চুরি আর ৬৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে