মাশরাফি বাহিনী এখন খুলনায়
স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১৫ তারিখে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১১ তারিখে যাওয়ার কথা থাকলেও ১ দিন আগে খুলনায় পৌছান মাশরাফি বাহিনী। তার প্রধান উদ্দেশ্য খুলনার মাটিতে নিজেদের খাপ খাওয়ানো।
খুলনায় নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকেই। কোচ হাথুরুসিংহের উদ্দেশ্য, খুলনায় বাদ পড়াদের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলাবেন তিনি জাতীয় দলকে। যাতে করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিম্যাচহীন খেলতে নামতে না হয়। আগামীকাল শনিবার ও এরপরদিন রোববার দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা।
সকাল সাড়ে ৯টায় বিমানে ওঠার পর সতীর্থদের সঙ্গে নিয়ে সেলফি তোলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি সেখানে সবার কাছে দোয়া প্রার্থনা করে।
প্রসঙ্গত, সিরিজ খেলার জন্য ১১ জানুয়ারি ঢাকা এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। এরপর ১২ জানুয়ারি তারা যাবে খুলনায়।
৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর