দোয়া চেয়েছেন মুশফিক
স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১৫ তারিখে শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার ব্যাট-বলের কঠিন যুদ্ধ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে। তাই পুরোদমে প্রস্তুতি এবং পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আজ সকালে খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন টাইগাররা।
খুলনায় নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকেই। কোচ হাথুরুসিংহের উদ্দেশ্য, খুলনায় বাদ পড়াদের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলাবেন তিনি জাতীয় দলকে। যাতে করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিম্যাচহীন খেলতে নামতে না হয়। আগামীকাল শনিবার ও এরপরদিন রোববার দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা।
সকাল সাড়ে ৯টায় বিমানে ওঠার পর সতীর্থদের সঙ্গে নিয়ে সেলফি তোলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি সেখানে সবার কাছে দোয়া প্রার্থনা করে।
প্রসঙ্গত, খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ ডিসেম্বর।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর