শনিবার, ০১ মে, ২০২১, ১১:৪৬:৩১

খুশির খবর পেলেন ইমরুল কায়েস, শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের স্কোয়াড চূড়ান্ত

খুশির খবর পেলেন ইমরুল কায়েস, শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের স্কোয়াড চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবেন টাইগাররা। সেই রকম প্রস্তুতি নিচ্ছেন বিসিবি। অনেক দিন পর খুশির খবর পেলেন ইমরুল কায়েস। খুব দ্রুতই অনুশীলন শুরু করবে এই প্রাথমিক দল। এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম বলেন, ‘যে সব ক্রিকেটার দেশে আছেন তাদের নিয়ে আগামী ২ মে থেকে অফিসিয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের অনুশীলন শুরু হয়ে যাবে। টেস্ট দলে যারা খেলছে তাদের মধ্যে যারা ওয়ানডে স্কোয়াডে থাকবে তারা দেশে ফিরে দুই একদিন বিশ্রাম নিয়ে দলের অনুশীলনে যোগ দিবে। ইদের ছুটির পর পুরো দমে প্র্যাকটিস শুরু হবে ওয়ানডে দলের।’

এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও একাত্তর টিভি খেলাযোগ জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দল চূড়ান্ত হয়েছে। ২২ সদস্যের এই দলে দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে ফিরছেন ইমরুল কায়েস।

এক নজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:- তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, ইমরুল কায়েস, নাইম শেখ, শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদী মিরাজ, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে