অল্পের জন্য ভাঙেনি মেসির পা
স্পোর্টস ডেস্ক: বড় ধরণের অঘটন থেকে এ যাত্রায় বেঁচে গেলেন আর্জেন্টাইন উইঙ্গার লিওনেল মেসি। এস্পানিওলের বিপক্ষের ম্যাচে বক্সে মেসি পড়ে যান তিনি। ওই সময় এস্পানিওল গোলকিপার পাও লোপেজ বল ধরার পর মেসির পায়ে দাঁড়িয়ে পড়েন। যন্ত্রণায় মেসি কাতরাতে থাকেন। সৌভাগ্যবশত মেসির পায়ের বড় কোনও ক্ষতি হয়নি।
তবে উত্তেজিত হয়ে মেসি উঠে তেড়ে যান লোপেজের দিকে। সুয়ারেজ এসে শান্ত করেন তাকে।
এম্পানিওলের বিপক্ষের ম্যাচটির শুরুতেই গোল হজম করতে হয় বার্সাকে। কিন্তু মেসির দুর্দান্ত দুটি গোল এগিয়ে দেয় দলকে। তিন নম্বর গোল আসে জেরার্ড পিকের পা থেকে। বার্সেলোনা যখন ৩-১ এগিয়ে, দ্বিতীয়ার্ধে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটতে যাচ্ছিল। বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন নেইমার।
কোপা দেল রে-র শেষ ষোলোর প্রথম পর্বে এস্পানিওলের বিরুদ্ধে এই ম্যাচটিতে ছিল একের পর এক বির্তক। এক মেসিকে আক্রমণ পরবর্তীতে আবার সুয়ারেজের সঙ্গে ঝামেলা করে লাল কার্ড দেখেন এস্পানিওলের দুই ফুটবলার— হের্নান পেরেজ ও পাপাকুলি দিওপ।
উত্তেজনার রেশ ম্যাচ শেষে টানেলেও ছড়িয়ে পরে। স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচ শেষে সুয়ারেজও মেজাজ হারান। টানেলের সামনে দাঁড়িয়ে সুয়ারেজ অপেক্ষা করছিলেন এস্পানিওল ফুটবলারদের জন্য। ড্রেসিংরুমের রাস্তায় তাঁদের ইঙ্গিত করে অকথ্য গালিগালাজ দেন ‘এল পিস্তলেরো’। এতে চটে গিয়ে আবার এস্পানিওল কোচ থেকে ফুটবলার, সবাই তেড়ে আসেন বার্সার দিকে।
যদিও ঝামেলার প্রসঙ্গ এড়িয়ে বার্সা তারকা আন্দ্রে ইনিয়েস্তা বলেন, ‘‘ডার্বিতে ম্যা মানে আলাদা উত্তেজনা। তাই সামান্য কিছু ঝামেলা হতেই পারে। কিন্তু এটি নিয়ে তো বাড়াবাড়ির কিছু নেই।’
বিষয়টি নিয়ে বার্সা কোচ লুইস এনরিকেও বলেন, ‘‘এস্পানিওল এ দিন আমেরিকান ফুটবলের মতো ছক নিয়েই এসেছিল। ওদের ছক ছিল আমরা যাতে পাসিং খেলাটা না খেলতে পারি। কিন্তু মেসির গোলে আত্মবিশ্বাস পেয়ে যায় দল। আমরা নিজেদের খেলাটা খেলেছি। স্কোরলাইন বলে দিচ্ছে কোন দল যোগ্য হিসাবে জিতেছে।’’
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর