সোমবার, ০৩ মে, ২০২১, ০৭:১৯:৩২

আইসিসি থেকে বাংলাদেশের জন্য এলো খুশির খবর

আইসিসি থেকে বাংলাদেশের জন্য এলো খুশির খবর

স্পোর্টস ডেস্ক: আইসিসি থেকে বাংলাদেশের জন্য এলো খুশির খবর। পারফর্মেন্স বাজে হলেবও ২০ ওভারের ক্রিকেটে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ সোমবার আইসিসির হালনাগাদ র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডকে হঠিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। তারা টি-টোয়েন্টিতেও এগিয়ে গেছে। 

বাংলাদেশ অবশ্য আগের মতোই ওয়ানডেতে সাত নম্বরে আছে। এই র‌্যাংকিং তালিকা তৈরিতে গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের শতভাগ এবং আগের দুই বছরের পারফর্মেন্সের অর্ধেক বিবেচনায় আনা হয়েছে।

গত এক বছরে নিজেদের একমাত্র ওয়ানডে সিরিজে গত মার্চে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড। বার্ষিক হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট পেয়ে ১২১ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। অন্যদিকে এক নম্বর থেকে এক ধাক্কায় চারে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই নম্বরে থাকা ভারত নেমে গেছে তিনে। দুই ধাপ এগিয়ে ১১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে