মঙ্গলবার, ০৪ মে, ২০২১, ১১:৫১:২৪

সাকিব-মুস্তাফিজকে নিয়ে কথা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সাকিব-মুস্তাফিজকে নিয়ে কথা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: এবার ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকার। প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ খেলছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।

এদিকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মে। এদিকে বর্তমানে আইপিএলে খেললেও শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন মুস্তাফিজ এবং সাকিব আল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিকে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন ১৯ মে ঢাকায় ফিরবেন সাকিব আল হাসান।

এই মুহূর্তে প্রতিবেশী দেশ ভারতের সাথে সব যোগাযোগ একপ্রকার বন্ধ। তাহলে কিভাবে দেশে ফিরবে সাকিব এবং মুস্তাফিজ। আর দেশে ফিরলেও পালন করতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে হবে সাকিব এবং মুস্তাফিজকে। সাকিব এবং মুস্তাফিজকে নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে