ক্রিকেটে ৩টি বিশাল অর্জনে আফগানিস্তানে গোলাগুলি, নিহত
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে প্রবেশ করেই কাঁপিয়ে দেয় আফগানিস্তান। ক্রিকেটে ৩টি বিশাল অর্জন এক সাথে আসে আফগান শিবিরে। জয়ের আনন্দে মেতে উঠে গোটা দেশ।
চমকে দেয়া উন্নতিতে ঘর ছেড়ে রাজপথে আসে দেশটির ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিক আনন্দ ভাগাভাগির মধ্যে থাকেনি আফগানিস্তানের মানুষ। আকাশে গুলি ছুড়ে আনন্দ উদযাপন করে দেশটির মানুষ।
উপরে গুলি ছোড়ার সময় হেলমান্দ প্রদেশে একজন নিহত হয়েছেন। ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবরটি জানার পরে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি গুলি ছুড়ে আনন্দ উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করেন।
বছরের প্রথম সিরিজ জয়, আইসিসিতে সেরা দশে যায়গা পাকাপোক্ত করে নেয়া ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে জয় পাওয়ার ত্রিফলা যোগ হয় আফগান শিবিরে।
এই আনন্দের রেশেই ঘটে ওই লোমহর্ষক ঘটনা। আকাশে গোলাগুলি হচ্ছে ভেবে ৩ তলা থেকে ভবনের নিচে নামেন ওই ক্রিকেটপ্রেমী। নিচে নামলেই কাঁধে গুলিবিদ্ধ হন তিনি।
৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর