বর্ষসেরা ক্লাবের তালিকায় মেসি-নেইমারের বার্সা
স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত একটি বছর পার করেছে কোচ এনরিকের র্শীষরা। তার পুরস্কারও পেলেন হাতেনাতে। মেসি-নেইমার ও সুয়ারেজের বার্সাকে এবার বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।
ইতালির দুই ক্লাব ইউভেন্তুস (২৮৬ পয়েন্ট) ও নাপোলিকে (২৬৮ পয়েন্ট) পেছনে পেলে প্রথম হয়েছেন ন্যু ক্যম্পের সৈনিকরা।
২০১৫ সালে পাঁচটি শিরোপা জেতা বার্সেলোনা ৩৭৯ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে।
এছাড়ার ২৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি আছে পঞ্চম স্থানে (২৫৭ পয়েন্ট)। আর ২৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
বিশ্বের সব আনুষ্ঠানিক প্রতিযোগিতার ম্যাচের ফল নিয়ে ক্লাবের বিশ্ব র্যা ঙ্কিং ১৯৯১ সাল থেকে করে আসছে আইএফএফএইচএস।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর