সাকিব কন্যাকে নিয়ে দু’পক্ষের মধুর টানাটানি
স্পোর্টস ডেস্ক: সাকিব-শিশির রাজ্যের রানী এখন তারই কন্যা আলাইনা হাসান অব্রি। দু’মাস পার হলো তাদের কন্যার বয়স। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মেয়ের ছবি প্রকাশ না হওয়াতে এখনো পর্দার আড়ালেই রয়ে গেছে রানী।
তবে বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পর সাকিব প্রাণখুলে জানালেন তার মেয়ে অব্রিকে নিয়ে কিছু মজার তথ্য। তার মধ্যে একটি হচ্ছে মেয়ে আলাইনা হাসান অব্রিকে খাওয়ানো নিয়ে দুই পক্ষের মধুর লড়াই! সে দু’পক্ষের এক পক্ষে আছেন সাকিব ও শিশির, আর অন্য পক্ষে অব্রির দাদী ও নানী!
তাদের মধুর লড়াই নিয়ে হা্স্যোজ্জ্বল কন্ঠে সাকিব বলেছেন, ‘আর বলবেন না। ডাক্তার বলেছে, মেয়েকে পরিমাপ মতো খাওয়াতে। আমি আর শিশির তাই বলি; কিন্তু মেয়ের দাদী আর নানী এক পক্ষ। তারা সুযোগ পেলেই শুধু খাওয়ায়। মা আর শিশিরের মা তো সারাদিন কোল থেকেই নামায় না। নিজেদের ঘুম আর খাওয়া ছাড়া ওই নাতনী নিয়েই আছেন দুই জন।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর