বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ১২:৪৫:৪৩

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে আওয়াজ তুলুন: ওয়াসিম আকরাম

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে আওয়াজ তুলুন: ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক: টানা দশম দিনের মতো চলছে ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ।  এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু।  এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।  অপরদিকে ফিলিস্তিন ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন।  আহত হয়েছেন তিন শতাধিক ইসরাইলি। 

এদিকে ফিলিস্তিন ভূখণ্ডে নিরীহ ও নিরস্ত্র জনগণের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব। 
বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন।  ইসরাইলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন।

প্রতিবাদী সেলিব্রেটিদের কাতারে এবার শামিল হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্টবোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম। গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন তিনি। 

এই সাবেক বাঁহাতি পেসার এক টুইটবার্তায় বলেন, ‘আপনি কোন পক্ষে কিংবা কোন দলকে সমর্থন করেন সেটি বিবেচ্য নয়।  এটি কোনো খেলা নয়, যুদ্ধ।  আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না।  সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে