মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ০২:১৮:৪৭

শ্রীলংকার বিপক্ষে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড গড়লেন তামিম

শ্রীলংকার বিপক্ষে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড গড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন তামিম। আর এই বাউন্ডারি মেরে ইতিহাসের পাতায় উঠে গিয়েছেন তিনি।

ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৭ ম্যাচে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে প্রথম বলেই সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন ভারতের ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। ওয়ানডে ক্রিকেটে ২০ বার প্রথম বলে বাউন্ডারি মেরেছেন তিনি।

দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার শেন ওয়াটসন। ৮ বার প্রথম বলে বাউন্ডারি মেরেছেন তিনি। তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। ৮ বার প্রথম বলে বাউন্ডারি মেরেছেন তিনি। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তামিম ইকবাল।

এখন পর্যন্ত ৭ বার প্রথম বলেই বাউন্ডারি মেরেছেন তিনি। তবে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবার উপরে রয়েছেন তামিম ইকবাল। তামিমের উপরে যারা রয়েছেন তারা সবাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তামিমের পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৬ বার প্রথম বলেই বাউন্ডারি মেরেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে