মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ০৭:২৫:০৪

মাথায় বল লেগে হাসপাতালে সাইফউদ্দিন

মাথায় বল লেগে হাসপাতালে সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক: মিরপুরে তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। তবে ব্যাট হাতে দলকে সামলে নিয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলংকাকে ২৪৭ রানের টার্গেট দিল টাইগাররা। তবে সেই ইনিংসে শেষ পথে চোটে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে দুশমান্থ চামিরার একটি বাউন্স বল সাইফউদ্দিনের মাথায় লাগে। তবুও দ্রুত একটি রান নেওয়ার চেষ্টায় সফল হননি তিনি। কুসল মেন্ডিসের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছানোর চেষ্টা করেছিলেন সাইফ, তবে সফল হননি। উল্টো চোট পেয়ে মুশফিকের সঙ্গে তাঁর ৪৮ রানের জুটি ভাঙে। আউট হওয়ার পর ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এর ফলে সাইফউদ্দিনের ইনিংস শেষ হয় ৩০ বলে ১১ রান করে।

এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাইফউদ্দিনের কনকাশন সাব হিসেবে বোলিংয়ে নেমেছেন তাসকিন আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে