বুধবার, ২৬ মে, ২০২১, ১১:২২:৫০

সৌম্য, মোসাদ্দেক-লিটন, মিঠুনদের প্রতি দ্রুতই শিক্ষা নেওয়ার উপদেশ মুশফিকের

সৌম্য, মোসাদ্দেক-লিটন, মিঠুনদের প্রতি দ্রুতই শিক্ষা নেওয়ার উপদেশ মুশফিকের

স্পোর্টস ডেস্ক: নতুনদের থেকে তেমন সুঘ্রাণ পাওয়া যাচ্ছে না। চরম বিপর্যয়ে হাল ধরতে হচ্চে সেই বিশ্বস্ত সেই পুরনোদেরকেই।বিশেষ করে তামিম, মুশফিক, রিয়াদ, সাকিব। পারফর্মারদের তালিকায় ঘুরেফিরে এদেরকেই দেখা যাচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের যতটা ভালো খেলছে ততটাই খারাপ খেলছে তরুণ ক্রিকেটাররা।

প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হচ্ছে লিটন, মিঠুন, সৌম্য, মোসাদ্দেকরা। তবে তাদেরকে দ্রুতই শিক্ষা নিতে বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যত তাড়াতাড়ি ওঠার শিক্ষা নিতে পারবে ততই ভালো হবে বাংলাদেশের এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি মনে করি ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু বুঝে শুনে খেললে আরেকটু ভালো ফলাফল করবে। এসব উইকেটে আরেকটু বুঝে শুনে খেলতে হবে। কখন লো রিস্ক খেলবে, কখন হাই রিস্ক, এটা নিজেকেও জানতে হবে। আমি আশা করি তারা আরও ম্যাচিউর হবে সময়ের সঙ্গে”।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে