বুধবার, ২৬ মে, ২০২১, ০৯:৫৮:৪১

শেষ ম্যাচও জিততে হবে পূর্ণ ৩০ পয়েন্টের জন্য, এটা বিশ্বকাপের অনেক গুরুত্বপূর্ণ: মিরাজ

শেষ ম্যাচও জিততে হবে পূর্ণ ৩০ পয়েন্টের জন্য, এটা বিশ্বকাপের অনেক গুরুত্বপূর্ণ: মিরাজ

স্পোর্টস ডেস্ক: এই মুহুর্তে দারণ সফল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নি'ত ম্যাচে ১০৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে টাইগাররা। ফলে শুক্রবার শেষ ম্যাচটি আর সিরিজের ফল নির্ধা'রণে কোনো ভূমিকা রাখবে না।

তবে এখনই আরাম আয়েশের কারণ দেখছেন না দুই ম্যাচেই  মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হওয়া মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৩০ রানে ৪ ও পরেরটিতে ২৮ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন মিরাজ। তবু শেষ ম্যাচটি হালকাভাবে নেয়া যাবে না বলে সত'র্ক করে দিয়েছেন এ ২৪ বছর বয়সী অফস্পিনার।

এর পেছনে কারণ একটিই, তা হলো বিশ্বকাপ সুপার লিগ। চলতি সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। যেখানে প্রতি ম্যাচে রয়েছে ১০টি করে পয়েন্ট। তাই সিরিজ জিতে গেলেও, পূর্ণ ৩০ পয়েন্ট পাওয়ার লক্ষ্যে শেষ ম্যাচেও সমান গু'রুত্বের সঙ্গে খেলার কথা বলেছেন মিরাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে