বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ০৬:৩৪:৪৮

'ওরে ধাক্কা দিয়ে ফেলে দিবি যদি সামনে আসে'

'ওরে ধাক্কা দিয়ে ফেলে দিবি যদি সামনে আসে'

শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে তার ৮৭ বলের ৮৪ রানের অনবদ্য আর দ্বিতীয় ম্যাচে ১২৭ বলের ১২৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে টানা দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। দলকে দুই ম্যাচে জয় উপহার দিয়ে দুটি ম্যাচ সেরার পুরস্কার জিতেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। মূলত মুশফিকের পারফরম্যান্সে ভর করেই শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটকিপিং করার সময় এমন কিছু মন্তব্য মুশফিক করেছেন যা গ্রহণযোগ্য নয়। শ্রীলংকার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা যখন ব্যাটিংয়ে ছিলেন, তখন বোলার মেহেদী হাসান মিরাজ মুশফিক পরামর্শ দেন লংকান ব্যাটসম্যান যদি সামনে চলে আসে, তাহলে তাকে ধাক্কা মেরে ফেলে দিবি। যা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। মুশফিককে স্পষ্ট বলতে শোনা যায় যে, ওরে ধাক্কা দিয়ে ফেলে দিবি যদি সামনে আসে। জাতীয় দলের সাবেক এ অধিনায়কের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে ভালোভাবে মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্লেষক ও নেটিজেনরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে