সোমবার, ৩১ মে, ২০২১, ০৮:৪৪:৩২

বাংলাদেশের সঙ্গে আগে কাজ করা সেই ক্রিকেটার আবারো হচ্ছেন টাইগারদের ব্যাটিং কোচ!

বাংলাদেশের সঙ্গে আগে কাজ করা সেই ক্রিকেটার আবারো হচ্ছেন টাইগারদের ব্যাটিং কোচ!

কে হতে যাচ্ছেন টাইগারদের ব্যাটিং কোচ? এই ব্যাপারে আকরাম বলেন, ‘আমাদের ব্যাটিং কোচ এখনও জন লুইস আছে। ওর ব্যাপারে অনেকে আগ্রহ দেখাচ্ছে আবার অনেকে আগ্রহ দেখাচ্ছে না। প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নেব, আর ওকে আমরা রাখব কি রাখব না।’

আকরাম জানান, ব্যাটিং কোচ পদের জন্য যে কয়জনের সাথে কথাবার্তা চলছে তাদের মধ্যে আছেন পুরনো একজন কোচ। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্স আবারও ফিরতে চলেছেন। যদিও বিসিবি বা দায়িত্বশীল কোনো সূত্র সিডন্স বা কারও নাম প্রকাশ করেনি।

আকরাম বলেন, ‘যদি আমরা লুইসকে না রাখি তাহলে আমাদের দুই-তিনজন শর্ট লিস্টেড আছে। এর মধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এটা মনে হয় আরও তিন-চার দিন সময় লাগবে, এর মধ্যেই আমরা চূড়ান্ত করে ফেলবো।’

বেশ লম্বা সময় বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন নেইল ম্যাকেঞ্জি। হঠাৎ প্রোটিয়া এই কোচ বিদায় নিলে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু বাবার মৃত্যুর কারণে তিনি তখন আসতে পারেননি। এরপর নিয়োগ পান ইংলিশ কোচ লুইস।

দুইটি সিরিজের জন্য (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ) জন্য নিয়োগ দেওয়া হয়েছিল লুইসকে। দ্বিতীয় সিরিজটি শুরু হওয়ার আগে তার চুক্তি নবায়ন করা হয় শ্রীলঙ্কা সফর ও লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে