স্পোর্টস ডেস্ক: আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ মানে ক্রিকেট আর ক্রিকেট মানে বাংলাদেশ, মূলত দর্শকদের কার্যকলাপের কারণেই সারাবিশ্বে এক ক্রিকেট পাগল জাতি হিসেবে সুপরিচিত।
নানা দিক চিন্তা করে এবার দারুণ উদ্যোগ নিয়েছে বিসিবি। তাই আগামী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া।
এই সিরিজের স্বল্প পরিসরে দর্শক গ্যালারিতে প্রবেশের অনুমতি দেয়ার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। কিন্তু, ব্যাপারটি নির্ভর করছে দেশের কোভিড পরিস্থিতির উন্নতির ওপর।
এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, মনে প্রাণে চাই দর্শকরা মাঠে আসুক। কারণ দর্শকরা মাঠে থাকলেই খেলার আগ্রহটা অনেক বেড়ে যায়। তাই কোভিডের পরিস্থিতি যদি উন্নতি হয়, তবে দর্শকদের মাঠে আনতে চেষ্টা করব।