বৃহস্পতিবার, ০৩ জুন, ২০২১, ০৬:৪০:২৯

ক্রিকেটের ১২৫ বছরের রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট!

ক্রিকেটের ১২৫ বছরের রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট!

স্পোর্টস ডেস্ক: অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!! স্বরণীয় এক ঘটনা ঘটে গেল ক্রিকেটের ইতিহাসে! তা্ও আবার অভিষেক টেস্টেই এমন রেকর্ড। বলা হচ্ছে ডেভন কনওয়ের কথা।  দেশের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নেমে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে চলেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম টেস্টের দ্বিতীয় দিন খেলতে নেমে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছেন কনওয়ে।

আজ দিন শেষে ১৩৬ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় দিন পেরিয়ে গেছেন ১৫০ রানের গণ্ডি। দ্বিতীয় দিনের মধ্য বিরতি যাওয়ার আগে ৩১৪ বলে ১৭৯ করে অপরাজিত রয়েছেন তিনি। যা কিনা ইংল্যান্ডের মাটিতে অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট রানের ইনিংস।

যা হবার তাই হলো, ছাপিয়ে গেছেন ১২৫ বছর আগে অর্থাৎ ১৮৯৬ সালে রঞ্জিতসিংজির অপরাজিত ১৫৪ রানের ইনিংসকে। রঞ্জিতসিংজির আগের রেকর্ডটি ছিল ডব্লিউ জি গ্রেসের। ১৮৮০ সালে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন গ্রেস।

আর নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে লর্ডসে দেড়শো পেরোনো ইনিংস খেললেন কনওয়ে। এর আগে কিউইদের হয়ে ১৫০ পেরোনো ইনিংস খেলেছেন মার্টিন ডনলি ও বেভান কংডন। ১৯৪৯ সালে মার্টিন ২০৬ ও ১৯৭৩ সালে বেভান খেলেছিলেন ১৭৫ রানের ইনিংস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে