শুক্রবার, ০৪ জুন, ২০২১, ০৩:৫৮:১৭

তীব্র সমালোচনার মুখেই পাকিস্তান দলে মঈন খানের ছেলে

 তীব্র সমালোচনার মুখেই পাকিস্তান দলে মঈন খানের ছেলে

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দলে ডাক পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মঈন খানের ছেলে আজম খান। যদিও শারীরিক গঠন নিয়ে বেশ সমালোচিত আজম খান। তিনি বেশ স্থূলকায়। ক্রিকেটে এমন গঠন মানানসই নয় বলে অনেকেই তার সমালোচনা ও কটাক্ষ করছেন। 

আর তীব্র সমালোচনার মুখেই গুরুত্বপূর্ণ সফরের স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন মঈনপুত্র। 

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য তিন ফরম্যাটের আলাদা স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে আজম খানই একমাত্র নতুন মুখ। স্থূলকায় হয়েও পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে নিজের অবস্থান গড়েছেন আজম খান।

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৫ ইনিংসে ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের কীর্তি আছে তার। পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ভালো পারফরম করেছেন।

পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার নাসিম শাহ ও মোহাম্মদ আব্বাস। দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান।

ইংল্যান্ডে আগামী ৮ থেকে ২০ জুলাই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এর পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে বাবর আজমের দল। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে