সোমবার, ০৭ জুন, ২০২১, ১০:২৮:৪৬

৮ বছর আগে করা সেই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত

৮ বছর আগে করা সেই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত

স্পোর্টস ডেস্ক: নজরকাড়া অভিষেক দিয়ে ক্রিকেট শুরু, গত ২ জুন লর্ডসে ২৭ বছর বয়সে মাঠে নামেন রবিনসন। তবে সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে প্রায় ৮ বছর আগে করা তার টুইট বার্তা। যেখানে মুসলিম ও এশীয়দের প্রতি বিদ্বেষমূলক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। ১৮ বছর বয়সে এই টুইট বার্তাটি লিখেছিলেন রবিনসন। যার জন্য তিনি ক্ষমাও চান কিন্তু ছাড় পেলেন না।

ক্ষমা চেয়েছিলেন, তবে শেষ রক্ষা হলো না। লর্ডস টেস্ট শেষ হওয়ার দিনে রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ইসিবি। তার এই টুইট বার্তা নিয়ে তদন্ত করা হবে, এইজন্যই তাকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১০ জুন থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য এই পেসারকে বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসিবি। ফলে রবিনসনকে এখন জাতীয় দল থেকে ফিরে যেতে হবে ঘরোয়া ক্রিকেটে। এর আগে টুইট বার্তা ভাইরাল হওয়ার পরে ক্ষমা চেয়ে একটি বিবৃতিও দেন রবিনসন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে