মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ১০:৩৭:৫৭

মাত্র ২ রানে অল-আউট; ইংল্যান্ডে অবিশ্বাস্য ঘটনা!

মাত্র ২ রানে অল-আউট; ইংল্যান্ডে অবিশ্বাস্য ঘটনা!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে এমন ঘটনাও ঘটে! তাই বলে মাত্র ২ রানে একটা দলের সবাই আউট হয়ে যাবে! এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এক ঘরোয়া টুর্নামেন্টে। কাউন্টি লিগ সাইডের ম্যাচে বাকডেন ক্রিকেট ক্লাবের সঙ্গেই খেলা ছিল ফ্যালকন একাদশের। হান্টিংডনশায়ারের চতুর্থ ডিভিশনের সেই ম্যাচেই বাকডেন ক্রিকেট ক্লাব ২ রানে অল-আউট হওয়ার লজ্জায় ডুবেছে।

কেমব্রিজের সট্রিতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষের ২৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় বাকডেন। টসে জিতে বাকডেন ক্রিকেট ক্লাব ব্যাট করতে পাঠিয়েছিল ফ্যালকন একাদশকে। ফাহিম সাব্বির ভাটি (৬৫) এবং মুরাদ আলির (৬৭) হাফসেঞ্চুরিতে ভর করে ফ্যালকন একাদশ স্কোরবোর্ডে তোলে ২৬০ রান। ৪০ ওভারের ম্যাচে এই টার্গেট তাড়া করতে গিয়েই কেলেঙ্কারি ঘটায় বাকডেন ক্রিকেট ক্লাব। মাত্র ২ রানের মধ্যেই সমস্ত ব্যাটসম্যান আউট হয়ে যায়! 

সেই অবিশ্বাস্য স্কোরকার্ড। ১০ ব্যাটসম্যানের একজনও রানের খাতা খুলতে পারেননি! স্কোরবোর্ডে ২ রান আসে অতিরিক্ত খাত থেকে। ফ্যালকন একাদশের আমনদীপ সিং ৬ উইকেট নেন। ২৫৮ রানের বিশাল ব্যবধানে হার মানে বাকডেন। পেশাদার ক্রিকেটে এমন হারের ঘটনা বিরল। তবে বাকডেন অধিনায়ক জোয়েল কির্সনার বলেন, চোট আঘাতের সমস্যায় দলের ১৫জন ক্রিকেটারই খেলতে পারেননি। অনেকে আবার পারিবারিক কারণে খেলেননি। জোড়াতালি দিয়ে একাদশ সাজানোয় এই পরিণতি বরণ করতে হয়েছে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে