শনিবার, ২৬ জুন, ২০২১, ১০:৪৭:০৪

আর বি'য়ারের বোতল রাখা হবে না মুসলিম ফুটবলারদের সংবাদ সম্মেলনে

আর বি'য়ারের বোতল রাখা হবে না মুসলিম ফুটবলারদের সংবাদ সম্মেলনে

স্পোর্টস ডেস্ক : প্রথমেই ক্রিস্টিয়ানো রোনালদো তার টেবিলে রাখা কোকাকোলার বোতল সরিয়ে মোটামোটি হ'ইচ'ই ফেলে দেন যাতে একদিনেই কম্পানীর ক্ষতি হয় ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা।

পরবর্তীতে আরেকটি ঘট'না ঘ'টান মুসলিম খেলোয়াড় পল পগবা। তিনি তার সামনে রাখা বি'য়ারের বোতল স'রিয়ে রাখেন। তিনি অবশ্য ধর্মীয় কারণে এই কাজটি করেন।

ওই দুই ঘট'নায় ন'ড়চ'ড়ে বসে আয়োজক উয়েফা। আবার কেউ এমনটা করলে শা'স্তি দেওয়ার হু'মকিও দিয়ে রাখে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। তবে এবার সেই হু'মকি থেকে সরে এলো উয়েফা। শুক্রবার উয়েফা জানিয়েছে মুসলিম খেলোয়াড়েরা অ'নুরোধ করলে 'ইউরো ২০২০'–এর সংবাদ সম্মেলনের টেবিলে রাখা হবে না বিয়ারের বোতল।

উয়েফার এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন নতুন সি'দ্ধান্ত, 'আমরা মুসলিম খেলোয়াড়দের জিজ্ঞেস করব তাঁদের (বিয়ারের বোতলে) আপ'ত্তি আছে কি নেই।' ওই মুখপাত্র আরও জানিয়েছেন স্পনসর হেইনেকেন উয়েফার নতুন সি'দ্ধান্তে আপ'ত্তি জানায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে