শনিবার, ২৬ জুন, ২০২১, ০২:৪৯:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আরব আমিরাতে, ভারতে নয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আরব আমিরাতে, ভারতে নয়

স্পোর্টস ডেস্ক : করোনার কারনে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর ভারত নয়, আরব আমিরাতে হবে, তবে কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে। তবে আয়োজনে থাকছে বিসিসিআই।

করোনার কারণে পুরো বিশ্ব পড়েছে টানাপোড়নে। ক্রিকেটেও এর স্পষ্ট প্রভাব লক্ষণীয়। এ বছর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনার নাজুক পরিস্থি'তির কারণে এই আসর আয়োজন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরপরই শুরু হবে বিশ্বকাপ। আইপিএলের অসমাপ্ত অংশসহ ফাইনাল শেষ হবে ১৫ অক্টোবর, যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পরিকল্পনা চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

প্রতিবেদনে বলা হয়েছে আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে আরব আমিরাতের সাথে থাকবে ওমান। সেখানে দুই গ্রুপে বিভক্ত হয়ে মূল পর্বের জন্য লড়বে ৮টি দল, ১২টি ম্যাচে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনি- এই ৮টি দল থেকে চারটি দল যোগ দেবে সুপার টুয়েলভে, যেখানে আছে শীর্ষ ৮টি দল। অর্থাৎ, প্রথম রাউন্ডের প্রতি গ্রুপ থেকে দুটি দল যোগ দেবে মূল রাউন্ডে। প্রথম রাউন্ডের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে