আজ আবারো মেসি যাদু দেখল ফুটবল দুনিয়া। একটুর জন্য হেট্রিক হাতছাড়া হলেও মাঠে নেমেই দুর্দান্ত এক রেকর্ড করলেন তিনি।
আর্জেন্টিনার হয়ে এতদিন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ছিল হ্যাভিয়ের মাচেরানোর দখলে। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেই সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এদিন বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে সবাইকে ছাড়িয়ে গেলেন বার্সেলোনার এই সুপারস্টার।
আজ বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মেসি এবং মাচেরানোর ম্যাচ সংখ্যা ছিল সমান ১৪৭টি করে। কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমে নিজের নামের পাশে মেসি সংখ্যাটা লিখে নিলেন ১৪৮। সামনে এখন শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা।