মঙ্গলবার, ০৬ জুলাই, ২০২১, ০৬:৪৪:৫৭

মোহাম্মদ আমিরের দলে ফেরা নিয়ে যা জানালেন বোলিং কোচ

মোহাম্মদ আমিরের দলে ফেরা নিয়ে যা জানালেন বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মোহাম্মদ আমিরকে দলে ফেরাতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

সম্প্রতি মোহাম্মদ আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় যান পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। সেই সাক্ষাতে আমিরকে অবসর ভে'ঙে জাতীয় দলে ফেরার অনুরোধ করেন পিসিবির সিইও। আমিরও আশ্ব'স্ত করেন সবকিছু ঠিক থাকলে অবসর ভে'ঙে দলে ফিরবেন।

তবে পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস বলেছেন, আমিরের দলে ফেরা অতো সহজ হবে না।

পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে, আমির একজন ভালোমানের ক্রিকেটার। তবে সে যদি নিজ থেকে দলে ফিরতে না চায় এবং নিজের খেলা দিয়ে নির্বাচকদের মন জয় করতে না পারে তাহলে তার দলে ফে'রা কঠিন হয়ে যাবে।

ওয়াকার ইউনুস আরও বলেন, পাকিস্তান ক্রিকেট দল কারো ব্যক্তিগত টিম নয় যে, চাইলেই দলে নেয়া হবে। দেশের হয়ে খেলতে হলে আপনাকে সব নিয়ম-কানু'ন ফলো করে টিম ম্যানেজমেন্টের নির্দেশনা অ'নুস'রণ করতে হবে। 

মোহাম্মদ আমিরের সঙ্গে ওয়াসিম খানের বৈঠক করা প্রসঙ্গে ওয়াকার ইউনুস বলেন, সত্য বলতে আমি এই বৈঠক নিয়ে কিছুই জানি না। তিনি দলের প্রধান এবং সবার সঙ্গে বৈঠক করা তার অধিকার রয়েছে। তিনি নিজের ক্ষমতায় সেখানে গিয়েছিলেন এবং এ বিষয়ে আমরা কিছুই জানি না।

ওয়াকার ইউনুস এবং প্রধান কোচ মিসবাহ-উল হকের সঙ্গে মনমালি'ন্য থাকায় অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নেন আমির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে