বৃহস্পতিবার, ০৮ জুলাই, ২০২১, ০৮:০০:৩৬

কারা নিবে কোপার শিরোপা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, পরিসংখ্যান যা বলছে

কারা নিবে কোপার শিরোপা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, পরিসংখ্যান যা বলছে

দেখতে দেখতে চলে এসেছে কোপা আমেরিকার ফাইনাল। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিল ও আর্জেন্টিনা। সেমিতে দুই দলই দুর্দান্ত দাপট দেখিয়ে ফাইনালে এসেছে। প্রথম সেমি-ফাইনালে পেরুকে ১-০ গোলে হারায় ব্রাজিল আর দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়াকে আর্জেন্টিনা হারায় টাই-ব্রেকারে।

এদিকে জনপ্রিয় এই দুই দলের এনিয়ে দশমবারের মতো মুখোমুখি হচ্ছেন তারা। ২বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও ৫বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকায় লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। এর আগে নয়বারের দেখায় ফাইনালে দুইবার আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।

তবে কোপায় ১৪বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, বিপরীতে ব্রাজিল জিতেছে ৯ বার। কোপা আমেরিকার ফাইনালে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এর আগের আসরে ২০০৪ সালে টাই-ব্রেকারে জিতে ব্রাজিল।

অপরদিকে আন্তর্জাতিক ফুটবলে দুই দলের মোট দেখা ১০৭ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৪৮ ম্যাচে আর ৩৪টি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ড্র হয় ২৫টি ম্যাচ। সবশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে যদিও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয় ব্রাজিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে